Rose Good Luckএকাকী Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১২ অক্টোবর, ২০১৪, ০৮:৩৪:২৫ সকাল



একাকী

Star Star Star

.

Roseনিঃসঙ্গতার কারাগারে

তন্দ্রালু স্বপ্নিল স্বপ্নের বধ্যভুমিতে-

ধ্বস নামানো এক গাঢ় প্রগলভতায় ডুবে যেতে যেতে,

হঠাৎ জেগে উঠা ঢেউ এর সিঁড়ি

বেয়ে বেয়ে নীড়ে ফেরা।

.

প্রতিটি দিন-রাত্রি

এখন কেটে যায়

দারুন উন্মাসিকতায়!

.

স্বপ্নের করিডোরে

নীড়হারা বিচ্ছিন্ন শংখচিলের

সাথী হারানোর বিরহে,

ডানা ঝাপটানো প্রবল হাহাকার

মূর্ত হয় জমাট ভালোবাসায়।

.

প্রতারক প্রেম শংখ ধ্বনির সাথে

সুদূরে মিলায়-

আর ওর ফিরে আসার

দৃপ্ত প্রতীক্ষায় উন্মুখ কিছু আশা

হৃদয়কে সোজা চিরে দিয়ে যায়।

.

একাকী

নিঃসঙ্গ সেই কারাগারে

এখনো আছি... সব সময়ের মত।। Rose Good Luck

বিষয়: সাহিত্য

৯১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273362
১২ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৫
কাহাফ লিখেছেন :
উপচে পড়া বেশামাল ভীড়েও-
সযত্নে আকড়ে থাকা একাকিত্ব
পরম মমতায় যেন বেধে রাখে
নিঃসংগতার বধ্যভূমিতে!
সুতা ছেড়া ঘুড়ির মত একাকী
ছোটে ছোটে যায় অজানায়.....।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৯
217480
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273386
১২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৫
শিশির ভেজা ভোর লিখেছেন : একাকী
নিঃসঙ্গ সেই কারাগারে
এখনো আছি... সব সময়ের মত।। Sad Sad Sad

জানি না এই একাকিত্ব কবে ঘুচবে। Crying Crying
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০০
217481
মামুন লিখেছেন : ধন্যবাদ।
ইনশা আল্লাহ, একদিন ভোর হবে। সেদিন অন্ধকারও থাকবে না, নিঃসঙ্গতাও শেষ হবে।
অনুভূতি রেখে যাবার জন্য ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273403
১২ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর কবিতা তবে হতাশার হাতছানি আছে পুরো কবিতা জুড়ে। অনেক ধন্যবাদ
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০১
217483
মামুন লিখেছেন : ধন্যবাদ।
হ্যা, একটু হতাশ-ই হয়ে আছি কেন জানি। মনের ভিতরে অনেক গ্লানি জমে আছে, দূর করতে পারছি না।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
273839
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:১২
ফেরারী মন লিখেছেন : আপনার কবিতা আমার খুব ভালো লাগে তাই কোনো বিশেষণে বিশেষায়িত করতে চাই না। জাষ্ট কিপ ইট আপ। Rose Rose
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
217918
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
274096
১৪ অক্টোবর ২০১৪ রাত ০২:২৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


হতাশার ঠাঁই হবেনা আমাদের শহরে.।
ঝেঁটিয়ে বিদায় করে

আসুক আশার সোনালী ফসল
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৯
218078
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
মনে রাখব ইনশা আল্লাহ।
অনুভুতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File